কানাইঘাট নিউজ ডেস্ক: ২০১৭ সালে টেক জায়ান্ট অ্যাপেলের `আইফোন` সিরিজের এক দশক পূর্ণ হবে। এ
উপলক্ষে অ্যাপেল বাজারে আনতে পারে তাদের নতুন ডিভাইস `আইফোন ৮`। মাত্র এক
মাস আগেই অ্যাপেল বাজারে ছেড়েছে তাদের সর্বশেষ মোবাইল ডিভাইস `আইফোন ৭`।
শোনা যাচ্ছে , আগামী বছরই হয়ত অ্যাপেল বাজারে উন্মুক্ত করতে পারে গ্লাস বডির `আইফোন-৮`। তবে এ বিষয়ে এখনও কোনো ঘোষণা বা আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি অ্যাপেল।
নিক্কি এশিয়ান রিভিউ সূত্রে জানা গেছে আইফোন ৮ পাওয়া যাবে তিনটি আলাদা মাপে। এগুলো হচ্ছে— ৪.৭ ইঞ্চি, ৫ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চিসাইজ। তবে এতোদিন অ্যাপল তার মুঠোফোন আইফোন এর বডি মেটালে নির্মান করলেও আইফোন ৮-এ কিন্তু তা থাকছে না। এই ফোনের বিশেষ আকর্ষণ হবে এর গ্লাস বডি।
এছাড়া তিনটি সাইজের ‘আইফোন৮’-সিরিজে শুধুমাত্র ৫.৫ ইঞ্চির প্রিমিয়াম মডেলটিতে থাকবে আই ফোনের পুরনো মডেলগুলোর মতোই কার্ভড ফিনিশিং, বাকি দুটি হবে সাম্প্রতিককালের এলটিপিএস প্যানেলে।
শোনা যাচ্ছে , আগামী বছরই হয়ত অ্যাপেল বাজারে উন্মুক্ত করতে পারে গ্লাস বডির `আইফোন-৮`। তবে এ বিষয়ে এখনও কোনো ঘোষণা বা আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি অ্যাপেল।
নিক্কি এশিয়ান রিভিউ সূত্রে জানা গেছে আইফোন ৮ পাওয়া যাবে তিনটি আলাদা মাপে। এগুলো হচ্ছে— ৪.৭ ইঞ্চি, ৫ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চিসাইজ। তবে এতোদিন অ্যাপল তার মুঠোফোন আইফোন এর বডি মেটালে নির্মান করলেও আইফোন ৮-এ কিন্তু তা থাকছে না। এই ফোনের বিশেষ আকর্ষণ হবে এর গ্লাস বডি।
এছাড়া তিনটি সাইজের ‘আইফোন৮’-সিরিজে শুধুমাত্র ৫.৫ ইঞ্চির প্রিমিয়াম মডেলটিতে থাকবে আই ফোনের পুরনো মডেলগুলোর মতোই কার্ভড ফিনিশিং, বাকি দুটি হবে সাম্প্রতিককালের এলটিপিএস প্যানেলে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়