
কানাইঘাট নিউজ ডেস্ক: চীনের
উত্তরের প্রদেশ জিলিন এর প্রাদেশিক রাজধানী চাংচুন এর একজন 'ডেলিভারি
ম্যান' তার প্রেমিকাকে প্রস্তাব দেয়ার জন্য তিন চাকার ১১টি পণ্য ডেলিভারি
করা গাড়ি ভাড়া করেন। এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার।
তার প্রেমিকা ইয়াং অনলাইনে পণ্য কিনেছিলেন এবং চাং তা পৌছে দিয়েছিলেন। এরপর সেটি পছন্দ না হওয়ায় ইয়াং সেটি পরিবর্তনের করতে চাইলে চাং আবারো তার কাছে আসেন। এর থেকেই তার প্রেমের সূত্রপাত।
চাং ১১টি গাড়িতে উপহার নিয়ে বুঝাতে চেয়েছিলেন যে তিনি তার সঙ্গে সারাজীবন থাকতে চান। এরপর ইয়াং এ প্রস্তাবে সাড়া দেন এবং খুব খুশি হন।
তার প্রেমিকা ইয়াং অনলাইনে পণ্য কিনেছিলেন এবং চাং তা পৌছে দিয়েছিলেন। এরপর সেটি পছন্দ না হওয়ায় ইয়াং সেটি পরিবর্তনের করতে চাইলে চাং আবারো তার কাছে আসেন। এর থেকেই তার প্রেমের সূত্রপাত।
চাং ১১টি গাড়িতে উপহার নিয়ে বুঝাতে চেয়েছিলেন যে তিনি তার সঙ্গে সারাজীবন থাকতে চান। এরপর ইয়াং এ প্রস্তাবে সাড়া দেন এবং খুব খুশি হন।
খবর বিভাগঃ
অন্যরকম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়