Monday, October 20

বিস্ময়!


ডেস্ক: বিস্ময়কর কতো কিছুই না ঘটে এই বিশ্বে। সাধারনের চোখে যা অকল্পনীয় এসব বিস্মিত মানব তা করে দেখাচ্ছেন চোখের নিমিষেই। এদের অতি মানবীয় এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা খালি চোখে বিশ্বাস করা যায় না। বিস্ময়! সাপ দেখে ভয়ে আমাদের জীবনটাই যেনো যায় যায়। আর সেই সাপের সঙ্গে হেসে খেলে বড় হচ্ছে স্যামবাথ। তাও আবার কোনো ছোট-খাটো সাপ নয়, বিশাল আকারের বিষধর অজগরের সঙ্গেই স্যামবাথের বসবাস। বিস্ময়! ১০২ বছর বয়সী চীনা নারী ঝুং রাইফাংয়ের কপালে গজিয়েছে শিং। এর আগে কোনো মানুষের কপালে শিং ছিলো বলে ইতিহাসে জানা যায়নি। বিস্ময়! অ্যাঙ্গোলার নাগরিক ফ্রান্সিসকো ডোমিনগো
জোয়াকিয়াম। বিশ্বের সবচেয়ে বড় মুখের অধিকারী ফ্রান্সিসকোর মুখের আয়তন ১৭ সেন্টিমিটার। তিনি বিশ্বের সবচেয়ে বড় মুখের অধিকারী। বিস্ময়! বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী ট্রান ভ্যান হে। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে তিনি চুল কাটেননি। বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে আজও স্বীকৃত রবার্ট পারসিং ওয়ার্ডলো। তার লম্বা প্রায় ৮ ফুট ১১ দশমিক এক ইঞ্চি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়