Monday, July 29

কানাইঘাটে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সোমবার বিকেল ২টায় কানাইঘাট পাবলিক হাইস্কুলে অনুষ্ঠিত হয়।

দূর্নীতি দমন কমিশন (দুদক)'র আর্থিক সহায়তায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্কুলের সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মহি উদ্দিন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক ইয়াহইয়া,বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূর উদ্দিন,বীরদল এন.এম.একাডেমির সাবেক শিক্ষক বৃটেন প্রবাসী রুহুল আমিন।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মাওলানা জাকারিয়া,মিঠুন চক্রবর্তী,হেলাল আহমদ,সেলিম উদ্দিন,বিপ্লব দাস,হাসিনা বেগম,আছমা খাতুন প্রমূখ।

উল্লেখ্য গত  রবিবার(২৭জুলাই) আলহ্বাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয় এবং সোমবার(২৮ জুলাই) গাছবাড়ী মর্ডাণ একাডেমিতে অনুরূপভাবে দূর্নীতি বিরোধী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কানাইঘাট নিউজ ডটকম/২৯জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়