কানাইঘাট নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জালালুর রহমান স্মরণে গতকাল সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করীম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ড. সৈয়দ আশরাফুর রহমান, অধ্যাপক ও চেয়ারম্যান, পলিটিক্যাল সায়েন্স বিভাগ, শাবিপ্রবি;মাওলানা মাহমুদুল হাসান, প্রিন্সিপাল, সিলেট সরকারি আলিয়া মাদরাসা;সাব্বির আহমদ, প্রিন্সিপাল, বিয়ানীবাজার সরকারি কলেজ;ডা. জাকারিয়া মানিক, কনসালট্যান্ট, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড;কাওসার আহমদ, ডেপুটি লাইব্রেরিয়ান, শাবিপ্রবি;সুফিয়ান আহমদ, অতিরিক্ত রেজিস্ট্রার, শাবিপ্রবি;মামুনুর রশীদ হেলাল, ম্যানেজার (অব.), চা বাগান;মাওলানা আব্দুশ শাকুর, ইসলামি আলোচক, বিটিভি;এখলাছে এলাহী, প্রাক্তন প্রধান শিক্ষক, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়;জালাল উদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়;এম এ হান্নান, প্রতিষ্ঠাতা সভাপতি, কানাইঘাট প্রেসক্লাব;ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ডিজিএম (অব.), সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড;ওমর ফারুক, প্রভাষক, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ;এডভোকেট মামুন রশীদ, আইনজীবী, সিলেট জজ কোর্ট;সরওয়ার ফারুকী, আহবায়ক, কানাইঘাট সাহিত্য সংসদ;একেএম ওলিউল্লাহ, সমাজসেবী প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন শাবিপ্রবির প্রধান যন্ত্রপ্রকৌশলী (অব.) মো. জাকারিয়া, এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী মহি উদ্দিন জাবের।
অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপকের শিক্ষাক্ষেত্রে অবদান, কর্মনিষ্ঠা ও মানবিকতার দিকগুলো স্মরণ করা হয়। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান, যেখানে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করা হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়