নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন ও বাতিলের আস্ফালনের প্রতিবাদে সিলেটের কানাইঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৭ আগস্ট) বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার তৌহিদী জনতা অংশ নেন।
মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে এ কার্যক্রম বন্ধের দাবি জানান।
জমিয়তে উলামা বাংলাদেশের প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরীর সভাপতিত্বে এবং মাওলানা মুফতি এবাদুর রহমান ও ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলীর যৌথ সঞ্চালনায় ঐতিহাসিক গণমিছিল ও বিশাল সমাবেশে মানবাধিকার বিষয়ে মূল লিখিত বক্তব্য উপস্থাপন করেন, জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আমীর, শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ক্বাসিমি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা শফিকুল হক সুরইঘাটি, আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট মোহাম্মদ আলী, জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ,মাওলানা আবুল হোসাইন চতুলী সহ আরো অনেকে ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়