নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাটে লোভা নদীতে তলিয়ে গিয়ে রজনী রাম দাস (৮৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত রাসমণি রাম দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো নৌকাযোগে নদীর তীরে গরুর জন্য ঘাস কাটতে যান রজনী রাম দাস। ঘাস কেটে বস্তায় ভরে নৌকায় তোলার সময় তিনি হঠাৎ নদীতে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কানাইঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। তবে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ রজনী রাম দাসকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান এখনো চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়