Friday, June 27

কানাইঘাট সীমান্তে চা-পাতার বস্তায় মাদক-কসমেটিকস পাচার


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও বন্ধ হচ্ছে না চোরাচালান। অভিনব কৌশলে ভারত থেকে গরু, মহিষ, ছাগল, চিনি, চা-পাতা, নাসির বিড়ি, সিগারেট, কসমেটিকস, কাপড়, সুপারি, ইলেকট্রনিক পণ্য এবং নানা ধরনের মাদকদ্রব্য দেশে প্রবেশ করাচ্ছে সংঘবদ্ধ চোরাকারবারীরা।

সাম্প্রতিক সময়ে নতুন কৌশলে ভারতীয় চা-পাতার বস্তার ভেতর কসমেটিকস ও মাদকদ্রব্য ঢুকিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মীরমাটি গ্রামের এক প্রবাসীর বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। সেখানে বাড়ির দুটি ভাড়া করা কক্ষ থেকে ৬৯ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। এসময় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার তিন চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়।

থানায় চা-পাতার বস্তাগুলোর সিজার তালিকা তৈরি করতে গিয়ে পুলিশ এর ভেতরে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রীও পায়। পরে এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী সুরইঘাট ও বড়বন্দ এলাকা হয়ে নিয়মিত ভারত থেকে অবৈধভাবে চা-পাতার সঙ্গে কসমেটিকস ও মাদকদ্রব্য পাচার করছে একটি সংঘবদ্ধ চক্র। সম্প্রতি জৈন্তাপুরের হরিপুর এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চোরাকারবারীদের বেশ কয়েকটি আস্তানা গুড়িয়ে দিলে ওই চক্রের সদস্যরা কানাইঘাট সীমান্ত ব্যবহার করছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, “সীমান্ত এলাকায় মূলত বিজিবি চোরাচালান প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত। তবে থানা পুলিশও নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়