Tuesday, August 12

৩১ দফা বাস্তবায়নে কানাইঘাটে বিএনপির বিশাল জনসভা


নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনতো জাকির হোসাইনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কানাইঘাট পূর্ব বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু , পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার ইসমাইলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
 
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইকবাল আহমদ তাফাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল  লতিফ, জেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এহসান।

 জনসভায় বক্তারা জানান, দীর্ঘ ১৬বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটিয়েছে। তারা অধির আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামী দিনে দেশ সবদিক থেকে এগিয়ে যাবে। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে দেশের মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবে।
 
বক্তারা আরও বলেন, আওয়ামীলীগ সরকারের পতনে প্রবাসীরা অবদান রেখেছিলেন। আরব-আমিরাত বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জাকির হোসাইন আন্দোলন সংগ্রামে অর্থ দিয়ে নেতাকর্মীদের সহযোগিতা করেছিলেন, তাকে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করায় প্রধান অতিথি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

সমাবেশে বিএনপির স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে বক্তারা সিলেট-৫ আসনে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।

সমাবেশে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়