Thursday, August 14

বেগম খালেদা জিয়া : কোন প্রশংসাই দেশমাতার জন্য যথেষ্ট নয়


প্রফেসর এম ফরিদ উদ্দিন::

অতি সাধারণ একজন গৃহিণী হতে রাজনীতিতে হাতে খড়ি হওয়া সত্ত্বেও সময় ও ইতিহাসের পরিক্রমায় বেগম খালেদা জিয়ার অবস্থান আজ শ্রদ্ধা ও ভালোবাসায় সর্বোচ্চ শিখরে। রাজনীতিতে কালজয়ী নেতৃত্ব প্রদান ও সম্মোহনী গুণাবলীর সমন্বয়ে অসাধারণ ব্যক্তিত্ব হিসাবে ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম সোনার হরফে লিপিবদ্ধ হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করার অব্যবহিত পর বেগম খালেদা জিয়া বিএনপি'র হাল ধরেন এবং রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে সত্যিকার অর্থে গণভিত্তিক ও প্রাতিষ্ঠানিক রুপ দানে সক্ষম হন কেবলমাত্র তাঁর অবিচল, দৃঢ়, সৎ, দেশপ্রেমিক দূরদর্শী ও আপোষহীন নেতৃত্বে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠাতা হলেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে  জনগণের নিরাপদ আশ্রয়স্থল ও রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে সর্বস্তরের জনসাধারণের হৃদয়ে স্থান দখল করে নিতে সক্ষম হয়। 

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা এবং পরবর্তীতে সরকার গঠন ও পরিচালনায় বেগম খালেদা জিয়ার অসামান্য নেতৃত্ব, দক্ষতা, কৃতিত্ব ও সফলতা আমাদেরকে জাতি হিসাবে গর্বিত করে। বিগত দেড় দশকে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসীবাদী  শাসন ও শোষণে যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা ও নির্যাতনের শিকার হয়ে ছিলেন বেগম খালেদা  জিয়া ও তাঁর পরিবার, তা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় উদাহরণ খুঁজে মেলা ভার। ফলস্রুতিতে বেগম খালেদা জিয়া আজ শুধুই বিএনপি'র চেয়ারপারসন নন, নিজেকে Mother of democracy এবং Symbol of national unity হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বেগম খালেদা জিয়া আজ দলমত নির্বিশেষে দেশের সকল শ্রেণি পেশার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ও নয়নের মণি। সর্বোপরি বেগম খালেদা জিয়া সারা জাতির কাছে একটি আবেগময় নাম ও গৌরব করার মতো প্রতিষ্ঠান। 

Nelson  Mandela এর মতে " Forgiveness liberates the soul, it removes fear." হাজারো রকমের নিপীড়ন নির্যাতন ও ফ্যাসীবাদী শাসনের যাতাঁকলে নিষ্পেষিত সর্বোপরি শেখ হাসিনা কর্তৃক প্রতিনিয়ত অশ্রাব্য ভাষায় গালিগালাজের শিকার হওয়া সত্ত্বেও বেগম খালেদা জিয়া শেখ হাসিনার পতনের পর  শেখ হাসিনা সম্পর্কে একটি নেতিবাচক  বাক্য পর্যন্ত উচ্চারণ  করেননি, গালিগালাজ তো দূরের কথা। অসাধারণ মানবিক ও নৈতিক গুণাবলীর এক  সমাহার ও সম্মিলিত উচ্চারণ বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া, কেবলমাত্র  নিজেই নিজের তুলনা।

On the eve of Begum Khaleda Zia’s 80th birthday I pay tribute and salute for her endless sacrifices and heroic contributions towards in both BNP as well as our beloved country, Bangladesh. Begum Khaleda’s words, actions, struggles and foot steps will continuously inspire and energise us in upcoming days, always, everywhere and every time. 

মধ্যযুগের অন্ধকারাচ্ছন্ন অতল গভীর গহব্বর হতে রাষ্ট্র চিন্তাকে আধুনিকতার রূপদান করেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলী। এই বিখ্যাত জ্ঞানতাপসের সমাধীর এপিটাফে লিপিবদ্ধ রয়েছে - কোন প্রশংসাই এই মনীষীর জন্য যথেষ্ট নয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও এর সুরক্ষা, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক সংস্কৃতি ও মূল্যবোধকে টেকসই করতে বেগম খালেদা জিয়ার ত্যাগ তিতিক্ষা, সংগ্রাম ও অবদানের জন্য নিদ্ধির্ধায় বলা যায় - কোন প্রশংসাই দেশ মাতার জন্য যথেষ্ট নয়। 

বেগম খালেদা জিয়ার ৮০তম শুভ জন্মদিনে টুপি খোলা শ্রদ্ধাঞ্জলি। বাংলাদেশের লক্ষ কোটি জনতার মতো আমিও সরল মনে কামনা  করি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও সুখময় দীর্ঘ জীবন। বেগম খালেদা জিয়া, তুমি যে সকল - সহা সকল - বহা মাতার মাতা।


লেখক :-প্রফেসর এম ফরিদ উদ্দিন,সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপি


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়