নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাট উপজেলায় নারী শিক্ষা প্রসারে এক নতুন দিগন্তের সূচনা হলো। বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে গ্রেটার সড়কের বাজার কল্যাণ ট্রাস্টের অর্থায়নে নির্মিত সড়কের বাজার মহিলা কলেজের অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।
এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাও প্রদান করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় কলেজের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজের উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, কানাইঘাটের ঐতিহ্যবাহী এলাকা সড়কের বাজারে মহিলা কলেজের উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের নারী শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে।
তিনি আশা প্রকাশ করেন যে, এই কলেজটি নারী শিক্ষা উন্নয়নে এক অগ্রণী ভূমিকা পালন করবে এবং কলেজ প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কলেজের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে তিনি এলাকার সকল মতাদর্শের মানুষের প্রতি আহ্বান জানান।
গ্রেটার সড়কের বাজার কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রোটারিয়ান এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসবাহুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুফিয়ান আহমেদ চৌধুরী, শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, অধ্যাপক মোঃ আব্দুর রহিম, ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ৭নং বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান আহমদ এবং সাতবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ ফয়জুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুরাতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
গ্রেটার সড়কের বাজার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান আসাদুল আলম চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর আমিনুর রশিদ এবং ফাইন্যান্স ডিরেক্টর মাওলানা জামিল আহমেদসহ অন্যান্য পরিচালকবৃন্দও বক্তব্য রাখেন। সড়কের বাজার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম এবং অন্যান্য প্রভাষকগণও তাদের অনুভূতি প্রকাশ করেন।
কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে সুমাইয়া বেগম তার বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করে এবং কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মাওলানা আশরাফ ফারুক এবং ইসলামী সংগীত পরিবেশন করে প্রস্ফুটিত শিল্পী গোষ্ঠী।
সবশেষে, কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই উদ্যোগটি এলাকার নারী শিক্ষার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়