Wednesday, August 20

রাজাগঞ্জে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে মানুষের উপচেপড়া ভিড়


নিজস্ব প্রতিবেদক ::

ড়ির কাটায় সকাল তখন ১০টা। সিলেটের রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে নারী-পুরুষের দীর্ঘ লাইন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা সেবা নিতে ভিড় করেছেন প্রায় বারো শতাধিক রোগী। কারও বয়স ৮০, কারও বা ৪০ সকল বয়সের মানুষই এসেছেন চোখের চিকিৎসার আশায়।

এ ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে দেওয়া হয় চিকিৎসাপত্র, ওষুধ এবং চশমা। চিকিৎসক দল বাছাই করেছেন ছানি পড়া ৫০ জন রোগীকে যাদের পরবর্তীতে করানো হবে বিনামূল্যে অপারেশন। রোগীরা এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম,ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী,ট্রাস্টের সচিব শাব্বির আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

আয়োজকরা জানান, ফাহিম আল চৌধুরী ট্রাস্ট ইতোমধ্যে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার আয়োজিত হচ্ছে এই ফ্রি চক্ষু সেবা। তারা ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী এই ফ্রি চক্ষু সেবার উদ্বোধন করা হয়। কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার নির্ধারিত কেন্দ্রে বিনামূল্যে এই সেবা চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়