Thursday, August 28

গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭ বছর : দেশ পুনর্গঠনে তারেক রহমানের মিশন ও ভিশন

 


প্রফেসর এম ফরিদ উদ্দিন ::

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি'র ) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পহেলা সেপ্টেম্বর। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের রাজনীতির এক মাহেন্দ্রক্ষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বলিষ্ঠ নেতৃত্ব, দেশপ্রেম, কর্মকৌশল, নীতি, আদর্শ, দূরদর্শিতা ও ক্ষিপ্রতা সর্বোপরি দেশের প্রতিটি প্রান্তে, কোণে, গ্রাম-গঞ্জে, শহরে, বন্দরে দূর্দান্ত বিচরণের নির্যাস স্বরূপ বিএনপি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। অতি অল্প সময়ের মধ্যেই বিএনপি আবাল বৃদ্ধ বণিতা তথা সারা দেশ ব্যাপী সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়। বাংলাদেশের জনগণের আর্থ - সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের ম্যাগনাকার্টা হিসাবে স্বীকৃত ১৯ দফার ভিত্তিতে গৃহীত উন্নয়ন কর্মসূচীর সুবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি'র গগণচুম্বী জনপ্রিয়তা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তৃতি লাভ করে। স্বাধীনতার অব্যবহিত পর দেশের জনসাধারণের আশা আকাংখা পূরণে তৎকালীন সরকার নজিরবিহীন ভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়। কিন্তু জিয়াউর রহমান ও বিএনপি'র নেতৃত্বে সারা দেশের জনগণের মধ্যে ব্যাপক ভাবে  আশা সঞ্চারিত হয় এবং জনসাধারণের প্রত্যাশা ও প্রাপ্তির এক অনুপম মহা সম্মিলন ঘটে। প্রতিষ্ঠাকালীন সময় হতে শুরু করে অদ্যাবধি বিএনপি'র ঐতিহাসিক ভূমিকা ও গণমূখী কর্মসূচীর কারণে বিএনপি একটি জনপ্রিয় ও সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়।

একটি জনবান্ধব দল হিসাবে বিএনপি বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা পালন  করে। জনগণের শক্তিতে বলীয়ান হয়ে বিএনপি  বাংলাদেশের ইতিহাসের প্রতিটি টার্নিং পয়েন্টে দেশপ্রেমিক ও ঐতিহাসিক ভূমিকা পালন না করলে ইতিহাসের গতি প্রকৃতি ভিন্ন ভাবে রচিত হতে পারতো। বাংলাদেশের ইতিহাসের উল্লেখ যোগ্য ও ঐতিহাসিক তিনটি অধ্যায় হলো- ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ও ২০২৪ সালের ফ্যাসিবাদী শেখ হাসিনা বিরোধী ঐতিহাসিক ছাত্র - জনতার গণঅভ্যুত্থান।  এই তিনটি ঐতিহাসিক অধ্যায়ের সাথে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত এবং আন্দোলন সংগ্রামে বীর সিপাহশালার ভূমিকা পালন করে। এমন গর্বিত ইতিহাস বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের নেই।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার ও বীরউত্তম খেতাব প্রাপ্ত রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধের বীরাঙ্গণা নারী এবং জনাব তারেক রহমান একজন শিশু মুক্তিযোদ্ধা। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি মূলত প্রধান, অগ্রগণ্য ও ঐতিহাসিক ভূমিকা পালন করে এবং সর্বশেষ ২০২৪ সালের ফ্যাসীবাদী শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপিই ছিল মূল চালিকা শক্তি। বাংলাদেশের ঐতিহাসিক প্রতিটি ঘটনা অনুঘটনার সাথে বিএনপি'র সম্পৃক্ততা ও ভূমিকা দেশ বিদেশে স্বীকৃতি ও প্রশংসা কুঁড়িয়েছে।

সন্দেহ নেই, বর্তমানে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের জনসাধারণ অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে যে,  সুদীর্ঘকাল পর ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার ও জনগণের শাসন প্রতিষ্ঠা করবে - যা সত্যিকার অর্থে আব্রাহাম লিংকনের বিখ্যাত দর্শন - Government of the people, for the people and by the people এর বাস্তব রুপায়ন ঘটবে। 

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের সমর্থন আদায়ের জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে হরেক রকম কর্মসূচী ও অঙ্গীকার দেশবাসীর সামনে উপস্থাপন প্রতিনিয়ত করে চলছেন। জনাব তারেক রহমান জনগণের শক্তিতে আস্থাশীল। আর এ জন্যই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তাঁর নির্দেশনা,  জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সাথে রাখুন। বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এই বাংলাদেশ কোন ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই বাংলাদেশ আমাদের সকলের। এই বাংলাদেশ আমাদের সবার। সবার আগে বাংলাদেশ। 

একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি ২০২৩ সালের জুলাই মাসে রাষ্ট্র কাঠামো পুর্নগঠন ও সংস্কারের ভিত্তি হিসাবে ৩১ দফা কর্মসূচী ঘোষণা করে - যা বাংলাদেশের সকল শ্রেণি পেশার জনসাধারণের General will ও আশা আকাংখার প্রতিফলন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ১৯ দফার ভিত্তিতে পথ হারা বাংলাদেশের পুর্নগঠন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন, ঠিক একই ভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে ৩১ দফার আলোকে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামো পুর্নগঠন করার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে - যার নেতৃত্ব প্রদান করবেন জনাব তারেক রহমান। সময়ের প্রয়োজনে ও যুগের সাথে তাল মিলিয়ে ৩১ দফার প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করা হতে পারে।

বিএনপি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও যুগোপযোগী করার নিমিত্তে সূদুর প্রসারী ও বৈপ্লবিক পরিকল্পনা  গ্রহণ করে। Traditional বা গতানুগতিক ধারার পরিবর্তন সাধন করে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, কারিগরি ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য জনাব তারেক রহমান দৃঢ় সংকল্পবদ্ধ। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করার জন্য জনাব তারেক রহমান এর সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে স্কুল পর্যায় হতে শিক্ষা কারিকুলামের মধ্যে ICT ও কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। জনাব তারেক রহমান কর্তৃক গৃহীত পরিকল্পনায় প্রাথমিক স্কুল শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা এবং তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় আনা হবে। দেশের ও প্রবাসী শিক্ষাবিদ, পেশাজীবি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে- যার মূল লক্ষ্য হবে - প্রাথমিক পর্যায় হতে বহুভাষা, ক্রীড়া, কৃষি এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন সহ ব্যবহারিক  বিষয় সমূহ শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা। সরকারি ব্যবস্থাপনায় Electricians, Mechanics, Dental hygenist, Medical Technician  ইত্যাদি স্বল্প মেয়াদী Trade course চালু করা হবে।

জনাব তারেক রহমান এর পরিকল্পনা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে এপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি - একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রাথমিক ভাবে বিভাগীয় শহর গুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয় গুলোর সঙ্গে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করা হবে। ফলে শিক্ষার্থীগণ হাতে কলমে শিক্ষা লাভ করার পাশাপাশি কর্মজীবনে ব্যাপকহারে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে। জেলা পর্যায়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতা মূলক প্রক্রিয়ায় Seed Funding  ইনোভেশন গ্রান্ট প্রদান করা হবে। এর মূল উদ্দেশ্য হলো, ক্যম্পাস হতে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা। ক্ষদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাগণ নতুন ও সৃজনশীল ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার মতো পরিকল্পনা স্বাস্থ্য খাতে ও গ্রহণ করেন জনাব তারেক রহমান। বৃটেনের NHS এর মতো করে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর অঙ্গীকার রয়েছে জনাব তারেক রহমান এর। সুদীর্ঘ কাল লন্ডন অবস্থান করার সুবাদে নিজস্ব অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই কঠিন কাজটি সম্পন্ন করার পরিকল্পনা জনাব তারেক রহমান এর রয়েছে। রোগ প্রতিরোধকে প্রাধান্য দিয়ে টিকাদান, স্বাস্থ্য, শিক্ষা এবং সচেতনতা তৈরির একাধিক কর্মসূচী বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যকর জীবন যাপন, স্যানিটেশন এবং পুষ্টির উপর জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য Specialised Training Scheme শুরু করা হবে। তারা রোগের দ্রুত সনাক্তকরণ এবং প্রতিরোধে দক্ষ হয়ে উঠবেন। নিরাপদ পানি সরবরাহের জন্য আধুনিক পরিশোধন ব্যবস্থা ও বৃষ্টির পানি সংগ্রহ করার জন্য পর্যায়ক্রমে দেশ ব্যাপী রিসার্ভার তৈরি করা হবে। আর তখনই প্রত্যন্ত অঞ্চলের জনগণ নিরাপদ পানি পান করার সুযোগ পাবে।

জনাব তারেক রহমান দৃঢ়ভাবে ঘোষণা করেন- রাজনীতিতে ভিন্নতা থাকবে এবং ভিন্ন মত হলো রাজনীতির সৌন্দর্য। বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও সহমর্মিতায় বিশ্বাস করে। দল-মত, ধর্ম-বর্ণ যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। এই বিশাল জনগোষ্ঠীকে অনগ্রসর রেখে জাতি হিসাবে সার্বিক উন্নয়ন সাধন সম্ভব নয়। নারী অধিকার ও নারী সচেতনতার উপর জনাব তারেক রহমান খুবই অগ্রাধিকার দিয়ে থাকেন। নারীদের স্বয়ং সম্পূর্ণ ও স্বাবলম্বী করে গড়ে তোলা খুবই জরুরী। বিএনপি  সরকার পরিচালনার সুযোগ পেলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লক্ষ প্রান্তিক পরিবারের মধ্যে Family card চালু করা হবে। নারীদের এই Family card এর প্রধান করা হবে। শুধু তাই নয়, প্রয়োজন বোধে প্রান্তিক পরিবার সমূহের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকারী উদ্যোগে গ্রহণ করা হবে।

Environmental issues শুধুমাত্র বাংলাদেশ নয় বরং এটি একটি Global Challenging  issue। বিশ্বের উন্নত দেশ গুলো এই সমস্যা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। পরিবেশগত ভারসাম্য রক্ষা করার জন্য একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ কমপক্ষে বনায়ন প্রয়োজন। বাংলাদেশে খুব সম্ভবত ১৭ ভাগ এর কাছাকাছি, যা কোন ভাবেই মঙ্গলজনক হতে পারেনা। জনাব তারেক রহমান বাংলাদেশের পরিবেশ সুরক্ষা, সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা  করার জন্য অতি প্রয়োজনীয় ও জরুরি পরিকল্পনা গ্রহণ করেন। বৃক্ষ রোপণ অভিযান ও সংরক্ষণ এর উপর জোর দিয়ে দেশে বনায়ন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। আর এ জন্য জনসাধারণকে সচেতন করার পাশাপাশি জনাব তারেক রহমান ঘোষণা করেন- বিএনপি ক্ষমতায় গেলে ৫ বছরে কমপক্ষে ২৫ কোটি গাছ লাগানো হবে এবং  সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ ও সহযোগিতা প্রদান করা হবে।

বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবন মান বৃদ্ধি, সামাজিক শান্তি শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কৃতির উন্নয়ন ও টেকসই করার জন্য বিএনপি বদ্ধ পরিকর। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে এ ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। আধুনিক  বিশ্ব ব্যবস্থায় Global Challenge মোকাবেলা করে সকল রাষ্ট্রের সাথে পারষ্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষা, পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু সমূহ আলাপ আলোচনা ও বোঝা পড়ার মাধ্যমে সামাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই বিএনপি'র লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশের ক্রীড়া, সাহিত্য, Arts ও Culture এর সমৃদ্ধি ও উন্নয়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। 

বিকএনপি একটি কৃষি ও কৃষক বান্ধব রাজনৈতিক দল। বাংলাদেশের কৃষি  অর্থনীতিকে সমৃদ্ধ, গতিশীল ও আধুনিকায়ন  করার জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশে তৈরী বিভিন্ন রকমের  পণ্য সামগ্রী বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্পে তৈরী পণ্য সামগ্রী Online Market এ কেনা বেচার সুযোগ তৈরীর জন্য বিএনপি'র বাস্তব ভিত্তিক ও প্রয়োজনীয় পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে। Amazon, Alibaba, eBay ইত্যাদি বিশ্ব খ্যাত online  E - Commerce platform ব্যবহার করার কার্যকর  উদ্যোগ গ্রহণ করবে বিএনপি। ঐ সমস্ত প্লাটফর্মে বাংলাদেশে তৈরী পণ্য সামগ্রী কেনা বেচা করার উদ্যোগ গ্রহণ করার ফলে দেশের অর্থনীতির চাকা অনেক গতিশীল ও সমৃদ্ধ হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরী করার ফলে অর্থনীতির চাকা যেমন সচল হবে, ঠিক তেমনি বেকার সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসাধারণের জীবনমান উন্নয়নের কারিগর ও নির্মাতা হবে বিএনপি। 

জনাব তারেক রহমান এর ঘোষণা - রাজনীতির মূল শক্তি জনগণ এবং জনগণের সাহস হলো বিএনপি। সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করার চর্চা জনগণকে শক্তিশালী করে তোলে। প্রতিশোধ, প্রতিহিংসা, কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন করতে হবে। জবাবদিহি মূলক সরকার প্রতিষ্ঠা করতে পারলে আইনের শাসন ও জনগণের শাসন প্রতিষ্ঠা পাবে- যা বিএনপি'র অন্যতম প্রধান স্বপ্ন ও পরিকল্পনা। 

বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দী অতিক্রান্ত হবার পরও জাতি হিসেবে আমরা কাংখিত লক্ষ্য - উদ্দেশ্য, অগ্রগতি ও সফলতা অর্জন করতে পারিনি। যখনই বাংলাদেশ একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, ঠিক তখনই জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে জাতি হিসাবে হোঁচট খেয়েছি, পথ হারা ও পথভ্রষ্ট হয়েছি। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসীবাদী শেখ হাসিনার পতনে  আবারো সুবর্ণ সুযোগের হাতছানি। দেশের অগ্রগতি, উন্নয়নের সুযোগ ও সোনালী সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়। জাতি হিসাবে আমরা  যদি আবারো কোন ঐতিহাসিক ভুল করি, তাহলে এর খেসারত চড়াদামে শোধ করতে হবে।

জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি কর্তৃক গৃহীত সকল পরিকল্পনা ও জাতিকে দেয়া Committment বা প্রতিশ্রুতি সমূহ পূরণে বিএনপি'র দায়বদ্ধতা জাতির কাছে অবশ্যই থাকবে। আর তখনই সত্যিকার অর্থে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও জনগণের রাষ্ট্রে পরিণত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা পাবে। আর এই ঐতিহাসিক পরিবর্তন সাধনকে কেন্দ্র করেই বিএনপি'র রাজনীতি পরিচালিত হচ্ছে। সকল বাঁধা বিপত্তি ও চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সঠিক নেতৃত্ব প্রদান ও উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য জনাব তারেক রহমান সর্বদা প্রস্তুত।

Yes, Certainly জনাব তারেক রহমান প্রস্তুত, আপনি প্রস্তুত তো ?


লেখক: প্রফেসর এম ফরিদ উদ্দিন, সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়