Monday, July 29

কানাইঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন শাকির

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকিরকে পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। 

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক পরিপত্রে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকিরকে কানাইঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মনোনীত করে পরিপত্র জারি করেন।

জানা যায়, উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হতে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪নং আইন) এর দ্বারা ১৫ (১) অনুসারে সমন্বয় করে প্যানেল চেয়ারম্যান-১ ও ২ গঠন করা সম্ভব হয়নি। পরে একই আইন অনুসারে সরকার কর্তৃক মোঃ আব্দুল্লাহ শাকিরকে প্যানেল চেয়ারম্যান-১ মনোনীত করা হয়। 

এদিকে আব্দুল্লাহ শাকির উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মনোনীত হওয়ায় তাকে বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

কানাইঘাট নিউজ ডটকম/২৯জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়