Tuesday, August 12

কানাইঘাট এসোসিয়েশন বার্সেলোনার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ::

নন্দঘন পরিবেশ ও বর্ণিল আয়োজনে কানাইঘাট এসোসিয়েশন বার্সেলোনার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন শামীমুল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপদেষ্টা মুশফিকুর রহমান ফারুকি। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীমুল হক ও সাংগঠনিক সম্পাদক মো: বাবলু। সভায় সাধারণ সম্পাদক শামীমুল হক ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির ঘোষণা দেন।

অতিথি হিসেবে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা মাসুক আহমেদ, সহসভাপতি মাওলানা আলীম উদ্দিন, ট্রেজারার জাহাঙ্গীর রহমান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন রশীদ। শেষে নবনির্বাচিত সভাপতি গিয়াস উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

নবনির্বাচিত কার্যকরী কমিটি:

উপদেষ্টা: মুশফিকুর রহমান ফারুকি, মাসুক আহমেদ, জিয়াউর রহমান,সভাপতি: গিয়াস উদ্দিন,সহ-সভাপতি: আলীম উদ্দিন, আক্তার উজ্জামান,সাধারণ সম্পাদক: শামীমুল হক,সহ-সাধারণ সম্পাদক: আবদুল মতিন, মো: শামসুদ্দীন,সাংগঠনিক সম্পাদক: মো: বাবলু,সহ-সাংগঠনিক সম্পাদক: আকতার আহমেদ, রিয়াজ উদ্দিন,ট্রেজারার: জাহাঙ্গীর রহমান,সহ-ট্রেজারার: হাফিজ কাদির,প্রচার ও প্রকাশনা সম্পাদক: হুমায়ুন রশীদ,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: সোহেল আহমেদ,ক্রীড়া বিষয়ক সম্পাদক: শাহরিয়ার ফারুকী,সংস্কৃতি সম্পাদক: মামুন রশীদ,দপ্তর সম্পাদক: নোমান সিদ্দিকী,শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক: সারওয়ার আহমেদ,ধর্ম বিষয়ক সম্পাদক: হাফিজ ওয়াহিদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক: মোকতার আলী,কার্যকরী সদস্য: কাওসার আহমেদ, মো: আশিক, আব্বাস আহমেদ, আসাদ, শাহেদ আহমেদ, মো: রোমান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়