আলিম উদ্দিন আলিম:
কানাইঘাটের গ্রামাঞ্চলে সোনালী ফসল আমন কাটা শেষে ধান মাড়াই দিতে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। এবার উপজেলার কৃষকদের মনে আনন্দের শেষ নেই। মাঠে আমনের বাম্পার ফলন যেন কৃষকদেরকে আরো উৎফুল্ল করে তুলেছে। মাঠে মাঠে কৃষকদের রয়েছে আমন ধান পাহারা ঘর।
প্রতি রাতেই এসব ঘরে কৃষকরা থাকেন। তারা মনের আনন্দে আমন ধানের চুঙ্গা পিঠা, বল পিটা তৈরি করে খাচ্ছেন। সেই সাথে রাতের শীত নিবারণ করছেন খড় কুঠো জ্বালিয়ে।
কানাইঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৬ শত ৮০ হেক্টর। এতে আবহাওয়া ভাল থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে আরো ২ শত ২০ হেক্টর জমিতে বেশী আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে উৎপাদন ভাল হয়েছে ব্রি-৪৯, ব্রি-৫১, ব্রি-৫২, ব্রি-৩২, ব্রি-৬৯, ব্রি-৭২, বিআর-১১, বিআর-১০, বিআর-২২, বিআর-২৩, বিনা-১৪, বিনা-১৯, বিনা-০৭। এছাড়া স্থানীয় আমন ধানের মধ্যে- রঞ্জিত, ময়না সাইল, কালোজিরা, বড় ছাইয়া, ছোট ছাইয়া, জড়ি, লাটমা সহ অন্যান্য জাতের আরো কিছু আমন ধান।
উপজেলার কৃষকদের সাথে আলাপ কালে জানা যায়, এবার অনুকুল পরিবেশ থাকায় আমন ফসলের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানান, আমন ধানের দাম অবশ্য বর্তমানে কিছুটা কম, তবে আমরা ধান এখন বিক্রি না করে আমাদের খাবারের গোলায় ভর্তি করে রাখবো। আর যখন বিক্রয়ের প্রয়োজন হবে তখন বিক্রয় করবো। এতে ভাল দাম পাব।
কানাইঘাটের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন ও মো: আজাদ মিয়া জানান, এবার কানাইঘাট উপজেলার গ্রামাঞ্চলে আমন ফসলের বাম্পার ফলন হয়েছে। যে কারণে কৃষকরা আনন্দিত হয়ে আমন কাটতে শুরু করেছে। এবছর কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পুর্ব ইউপিতে ১৭৭১ হেক্টর, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপিতে ১৬৫৪ হেক্টর, দিঘীরপার পুর্ব ইউপিতে ১৮০৩ হেক্টর, সাতবাঁক ইউপিতে ১৪৫৫ হেক্টর, বড়চতুল ইউপিতে ১৭২৫ হেক্টর, সদর ইউপিতে ১৭৩৬ হেক্টর, দক্ষীন বাণীগ্রাম ইউপিতে ১৭৬৯ হেক্টর, ঝিংগাবাড়ী ইউপিতে ১৭৫০ হেক্টর, রাজাগঞ্জ ইউপিতে ১৬৮০ হেক্টর, কানাইঘাট পৌরসভায় ৫৫৮ হেক্টর মিলে সর্বমোট ১৫ হাজার ৯ শত হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।
কানাইঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেনের সাথে আলাপকালে জানা যায়, এবার উপজেলার বিভিন্ন জায়গায় কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি যেমন কোম্পাইন, হারবেষ্টার, রিপার ৭০ পার্সেন্ট ভর্তুকিতে বিতরণ করা হয়েছে। এতে কৃষকরা আমন ধান চাষ উৎসাহিত হয়েছে। আর আবহাওয়া অনুকুলে থাকায় আমন ফসল চাষ ভাল হয়েছিল তাই উৎপাদন ভাল হয়েছে।
কানাইঘাট নিউজ ডটকম/ এম আর/আউ/২১ডিসেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
কৃষি বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়