কানাইঘাট নিউজ ডেস্ক :
কানাইঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
বৃহস্পতিবার (১২ জুন) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মূলত তার গণতান্ত্রিক দায়িত্বের কারণে। বিগত স্বৈরশাসকের আমলে সাংবাদিকরাও স্বাধীনভাবে কলম চালাতে পারেননি। কোন লেখনী তাদের বিরুদ্ধে গেলে সেই সাংবাদিককে জেল পর্যন্ত কাটতে হয়েছে হয়রানীমূলক মামলায়।
বিএনপি নেতা পাপলু আশা প্রকাশ করে আরো বলেন, স্বাধীন দেশে নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে নিজাম উদ্দিন সভাপতি এবং মো. মাহবুবুর রশিদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি (১) আব্দুন নূর, সহ-সভাপতি (২) তাওহীদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন এবং তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মাহফুজ সিদ্দিকী।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়