কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু।
বৃহস্পতিবার (১২ জুন) বিকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মূলত তার গণতান্ত্রিক দায়িত্বের কারণে।আমরা আশাকরি নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
জনগণের পক্ষে কথা বলতে তাদের যে অফুরন্ত সক্ষমতা রয়েছে, সেটি কাজে লাগিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে কানাইঘাটের গণমাধ্যমের আরো প্রভাবশালী অবস্থান তৈরি করবেন বলে আমরা আশা রাখি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়