Sunday, May 29

কানাইঘাটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০১৬ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শুভ উদ্বোধন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন। পরে তিনি সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার বর্ণাঢ্য র‌্যালীতে নেতৃত্ব প্রদান এবং মেলায় অংশগ্রহণকারী বণজ ও ফলজ সমৃদ্ধ স্টল পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা জাপার সিনিয়র সহ সভাপতি আব্দুশ শহিদ লস্কর বশির, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল ইসলাম, উপজেলা জাপার সভাপতি আলা উদ্দিন মামুন, রাজাগঞ্জ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলম সহ কানাইঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এবং জাপা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সেলিম উদ্দিন এমপি কৃষি মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বৃক্ষ আমাদের জাতীয় সম্পদ। বৃক্ষ রোপনের মাধ্যমে স্বাবলম্বি হওয়ার পাশাপাশি ফলজ বৃক্ষ আমাদের আমিষের চাহিদা পূরণ করে। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে বৃক্ষ রোপনের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। দেশকে সবুজ বনায়নে পরিণত করার জন্য প্রতিটি বাড়ী ও চাষাবাদ উপযোগী জমিতে বৃক্ষ রোপন করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়