Friday, June 6

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম.ফরিদ উদ্দিন


কানাইঘাট নিউজ ডেস্ক ::

কানাইঘাট-জকিগঞ্জ সহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ‌্য বিএনপির সাবেক সহ-সভাপতি প্রফেসর এম.ফরিদ উদ্দিন। 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এক বাণীতে এই শুভেচ্ছা জানান ফরিদ । বাণীতে প্রফেসর এম.ফরিদ উদ্দিন বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।

তিনি আরো বলেন, তারণ্যের অংহকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আছি ও থাকবো ইনশাল্লাহ।

এছাড়াও তিনি আরো বলেন,বার বার দেশের জনগণের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। পরিশেষে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়