নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটের ফজলুর রশিদের হাতে রাষ্ট্রপতির অনুদানের চেক তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সিলেটের কানাইঘাটের ফজলুর রশিদের হাতে রাষ্ট্রপতির অনুদানের চেক তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
বুধবার (৪ জুন) তার কার্যালয়ে উপজেলার সাতবাঁক ইউপির জুলাই মাঝরচটি গ্রামের বশির আহমদের পুত্র ফজলুর রশিদের হাতে রাষ্ট্রপতির অনুদানের ২০ হাজার চেক তুলে দেয়া হয়। ফজলুর রশিদের আবেদনের প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির অনুদানের চেক দেয়া হয়েছে বলে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান।
এছাড়া গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার তার কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে কানাইঘাটের অসহায় এবং নৃ-গোষ্ঠীর লোকজনদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিলানী।
রাষ্ট্রপতির ও সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণকালে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, রাষ্ট্র সব-সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে থাকে। বিভিন্ন অধিদপ্তর সমাজের পিছিয়ে পড়া লোকজন থেকে শুরু করে যারা একেবারে অসহায়, দরিদ্র তাদেরকে আর্থিক অনুদান প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় কানাইঘাটের অনেকে আর্থিক অনুদানের চেক পেয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়