Monday, June 2

কানাইঘাটে বন্যার পদধ্বনি,আতঙ্কে নদী পাড়ের মানুষ!


নিজস্ব প্রতিবেদক ::

ত দুদিনের টানা বৃষ্টি  ও পাহাড়ি ঢলে কানাইঘাটে সুরমা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। এরইমধ্যে প্লাবিত হয়েছে হাওরাঞ্চল, নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল। সুরমা নদীর পানি সোমবার(২ জুন) বিপদসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহতভাবে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের মানুষ বেশ আতঙ্ক রয়েছেন।

গতকাল রবিবার থেকে উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন লোকালয়ে পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে কানাইঘাট উত্তর বাজারের গলি সুরমা নদীর পানিতে তলিয়ে গেছে। এরপূর্বে উপজেলার মমতাজগঞ্জ বাজার সহ বেশ কয়েকটি হাটবাজার প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও উপজেলার হাওর অঞ্চল সহ প্রায় প্রত্যকটি ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্ট হয়ে বিপদ সীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, সুরমা নদীর পানি অব্যাহত ভাবে বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি মনিটরিং করছেন এবং উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব, লক্ষীপ্রসাদ পশ্চিম ও কানাইঘাট পৌরসভার বিভিন্ন এলাকা গত দুইদিন থেকে ঘুরে দেখেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী সহ সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ। 

এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নৌকা প্রস্তুত করে রাখার নির্দেশনা দিয়েছেন। বন্যা পরিস্থিতি সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়