Wednesday, June 18

কানাইঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিএনপি নেতা চাকসু মামুনের অভিনন্দন


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র প্রথম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

এক শুভেচ্ছা বার্তায় মামুনুর রশীদ নবগঠিত  কমিটির  নেতৃবৃন্দের বলিষ্ট নেতৃত্বে প্রেসক্লাবের উন্নয়ন সাধনের পাশাপাশি কানাইঘাটবাসীর প্রাপ্তি প্রত্যাশা সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়নে কমিটির নেতৃবৃন্দ কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার(১২ জুন) অনুষ্ঠিত নির্বাচনে নিজাম উদ্দিন সভাপতি এবং মো. মাহবুবুর রশিদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি (১) আব্দুন নূর, সহ-সভাপতি (২) তাওহীদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদীন এবং তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মাহফুজ সিদ্দিকী।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়