নিজস্ব প্রতিবেদক:সিলেটের কানাইঘাটের চতুল বাজারে গলিপথে ইট ও বালু রেখে ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত দরখাস্ত দাখিল করা হয়েছে। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে শিব্বির আহমদ ও কামরুল এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তারা উল্লেখ করেছেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে কতিপয় কুচক্রী মহলের যোগসাজসে জনৈক অসাধু ব্যক্তি চতুল বাজারে অবস্থিত মা টেলিকম দোকান থেকে নাবিল টেলিকম দোকান পর্যন্ত গলিপথে অবৈধভাবে ইট, বালু, পাথর রাখিয়া স্থায়ী ভাবে দোকান ঘর নির্মানের চেষ্টা করে। এতে গলিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বাজারের ব্যবসায়ীরা বাঁধা প্রদান করলে অসাধু ব্যক্তি বাঁধা নিষেধ না মেনে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে।
বিষয়টি চতুল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে অবহিত করার পরও অসাধু ঐ ব্যক্তি গলিপথ দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাজারের গলিপথে বালু, পাথর, ইট রেখে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
শেয়ার করুন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়