কানাইঘাট নিউজ ডেস্ক :
কানাইঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট উপজেলা শাখার আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরীফ আহমদ ও মাওলানা ফয়সল আহমদ, সেক্রেটারী হাফিজ মাওলানা তাজ উদ্দিন, পৌর শাখার আমীর মাওলানা আব্দুল করিম, নায়েবে আমীর মাওলানা বিলাল আহমদ ও মাওলানা সাইফুল আলম, সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন।
নেতৃবৃন্দ বলেন, কানাইঘাটের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠানের নবনির্বাচিত কমিটির মাধ্যমে কানাইঘাটের সমস্যা-সম্ভাবনার চিত্র জাতির সামনে ফুটে উঠবে। সাংবাদিক সমাজের ন্যায্য দাবী আদায়ে এই কমিটি আরো অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়