Friday, December 21

উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য নৌকায় ভোট দিন-মাশরাফি

কানাইঘাট নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নৌকায় ভোট দিতে ও শেখ হাসিনার ওপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিজস্ব বাসভবন সুধাসদন থেকে নড়াইলে একটি সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।-খবর বাসস।
মাশরাফি বলেন, আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী দেশবাসীকে আরও উন্নয়ন ও একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবে। 
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও সমাবেশে বক্তব্য রাখেন। মাশরাফি তাকে দলের মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি তার নির্বাচনী প্রচারে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নড়াইলের আওয়ামী লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।  বিশ্বনন্দিত এক ক্রিকেট তারকা বলেন, তার পায়ে ইনজুরি রয়েছে। তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি যত দ্রুত সম্ভব দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেয়ার আশা প্রকাশ করেন।
মাশরাফি নড়াইলবাসীর উদ্দেশে বলেন, আমি আপনাদের সন্তান এবং নড়াইলে বেড়ে উঠেছি। নির্বাচনে আমাকে ভোট দিলে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়