কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজন রোহিঙ্গা ডাকাত দুইটি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে ও ভোরে এ পৃথক অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের ৭দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার বিকালে আদালতে সোর্পদ করা হয়েছে।
গ্রেফতাররা হল, নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরের আব্দুস শুক্কুরের ছেলে আনু মিয়া ওরফে নাগু ডাকাত (৩৫), একই শিবিরের সৈয়দুর রহমানের ছেলে রহিম উল্লাহ (৩৮), লেদা মোচনি আন-রেজিষ্ট্রার্ড ক্যাম্পের মৃত হাবিবুর রহমানের ছেলে রশিদ উল্লাহ (৩৫)।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) দিদারুল ফেরদৌস জানান, শনিবার ভোরে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও জাদিমুরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নাগু ডাকাত (৩৫) ও তার সহযোগি রহিম উল্লাহ (৩৮) কে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে, রোহিঙ্গা শিবিরের পার্শ্ববতী পাহাড়ের শালবাগানের একটি টংঘর থেকে রাতে একটি এলজি, একটি একনলা বন্দুক, লম্বা কিরিচ, কোদাল, হাতুরি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শনিবার বিকেল তিনটার দিকে লেদা মোচনি আন-রেজিষ্ট্রার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে অর্ধডজন ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামী রশিদ উল্লাহ (৩৫) কে গ্রেফতার করা হয়। এই তিনজনই ডাকাত দলের সক্রিয় সদস্য। সম্প্রতি বৈরাত যাত্রীবাহি গাড়ীতে দুর্ধষ ডাকাতির ঘপনায় তারা জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার বিকালেই আদালতে সোর্পদ করা হয়েছে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়