কক্সবাজার: কক্সবাজার জেলায় আগামীকাল রবিবার ভোর পাঁচটা থেকে বেলা দুইটা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল আহবান করেছে জেলা জামায়াত।
গত শুক্রবার দুপুরে পৃথক অভিযানে কক্সবাজার শহরের মাঝিরঘাট থেকে জামায়াতের সদর উপজেলার সাবেক আমির মাওলানা শফিউল হক জিহাদী ও সদর উপজেলার থেকে শিবিরের নেতা আয়াতুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল রবিবার কক্সবাজারের ৮ টি উপজেলায় আধাবেলা হরতাল আহবান করা হয়।
কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারী জিএম রহিমুল্লাহ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসংগত, গত ১৫ ফেব্রুয়াারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গত ১৫ ও ২৮ ফেব্রুয়ারী কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সহিংসতায় জড়িয়ে পড়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ওই সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় ৪ ব্যক্তি নিহত হন। গ্রেপ্তার হওয়া দু’জন ওই মামলার আসামি।(ডিনিউজ)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়