Saturday, June 8

সাপ্তাহিক বিজয়ের কন্ঠ‘র প্রকাশনা অনুষ্ঠান ::বর্তমান সরকারের আমলেই সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে…..শফিকুর রহমান চৌধুরী




সিলেট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সংবাদপত্রে অতীতে সিলেটের ইতিহাস ছিল অত্যন্ত উজ্বল। আমাদের স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে সংবাদ পত্রের ভুমিকাছিল প্রশংসনীয়।  কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম দেখা যাচ্ছে। তিনি বলেন, আমাদের এলাকায় অনেক উন্নয়নকর্মকান্ডের সংবাদ স্থানীয় সাংবাদিকরা পত্রিকায় প্রেরন করলে ও তা অনেক এসময় ছাপা হয়না। এজন্য মফস্বলের সংবাদ কর্মীগন হতাশায় ভুগেন। তিনি সংবাদপত্রের নিরপেক্ষা ভাবে সংবাদ পরিবেশনের জন্য সকলকেই এগিয়ে আসার আহবান জানান। তিনি জোর দিয়ে বলেন বর্তমান সরকারের আমলেই সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে। সুখি ও সমৃদ্ধশালী দেশ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয়ের কন্ঠ সিলেটের পর্যটন শিল্পসহ ইতিহাস ঐতিহ্য জাতির সামনে তুলে ধরে নতুন ধারা সৃষ্টিকরতে সক্ষম হবে।
বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে ‘বিজয়ের কন্ঠ’ দায়িত্বশীল ভুমিকা রাখবে বলে আমি আশাবাদী।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর মিরাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সাপ্তাহিক বিজয়ের কন্ঠ‘র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। বিজয় কন্ঠের সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ্ব মুসলেহ উদ্দীন খানের সভাপতিত্বে ও আব্বাস উদ্দীনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মোহনা টিভির ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমসি কলেজের অধ্যাপক মাহমুদুল হাসান, মুনতাসির আলী, দৈনিক সিলেটের ডাক‘র ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, দৈনিক জালালাবাদের র্নিবাহী ও বার্তা সম্পাক আব্দুল কাদের তাফাদার, সিলেট সংলাপের বার্তা সম্পাদক আ.ফ.ম সাঈদ, দৈনিক সিলেট বানীর র্নিবাহী সম্পাদ এম এ হান্নান,  দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, দৈনিক কাজির বাজার পত্রিকার বার্তা সম্পাদক শুয়েব বাসিত, মোহনা টিভির ব্যুরোচীফ মুজিবুর রহমান ডালিম, সিলেট রির্পোট ডটকম সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী মাইটিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, বিজয়ের কন্ঠের সম্পাদক জে এ কাজল খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,বিজয়কন্ঠের অন্যতম পৃষ্টপোষক মো: রুকন উদ্দীন খান, বিয়ানী বাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান খান, ফয়সল আহমদ চৌধুরী, আব্দুল ওয়াদুদ, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, শুয়াইবুুর রহমান স্বপন, ফয়সল আহমদ খান, লুৎফুর রহমান তোফায়েল, শাহ মিজান ইবনে আজিজ,  মো: জাকারিয়া মজুমদার, রিফাত রশীদ চৌধুরী, জাহেদ আহমদ, ঘুরী তানভীর, ফাহাদ চৌধুরী, আবু হুরায়রা চৌধুরী জাবের, মোহাম্মদ আল মাহদী, উসমান রাজা, রাফি , তাহমিদ শাহরান প্রমুখ। বক্তারা সাপ্তাহিক বিজয়ের কন্ঠকে ভবিষ্যতে একটি দৈনিক হিসেবে বাজারে আসবে বলে দৃঢ়আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অথিতি অনুষ্ঠানিকভাবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়