নিজস্ব প্রতিবেদক :
ইমেজ ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাটে কর্মরত সাংবাদিকদের মাঝে প্রেস জ্যাকেট বিতরণ করা হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেজ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান বেলাল আহমেদ।
বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন,কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া আহমদ, এবং কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল,ইউপি সদস্য বদরুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কানাইঘাট শাখার আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মুরাদ আহমদ, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ইমেজ ফাউন্ডেশনের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। একই সঙ্গে ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়