Friday, January 23

দুর্ভোগের অবসান, স্বস্তির নিশ্বাস! বারহালে কালভার্ট নির্মাণে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট


কানাইঘাট নিউজ ডেস্ক :

বারহাল ইউনিয়নের বাটইশাইল গ্রামের কয়েকটি পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। একটি কালভার্টের অভাবে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ ও কষ্টকর যাতায়াতের মধ্যে থাকতে হতো স্থানীয়দের। স্কুল, মাদ্রাসা ও মসজিদে যেতে বাধার মুখে পড়তেন অনেক শিক্ষার্থী। বাঁশের অস্থায়ী পুল ব্যবহার করতে গিয়ে বয়স্করাও প্রায়ই দুর্ঘটনার শিকার হতেন।

এ নীরব কষ্ট চোখ এড়ায়নি মানবতার পাশে থাকা সংগঠন চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুবের লস্কর-এর। মানুষের দুঃখ লাঘবকে লক্ষ্য করে তিনি নিজ উদ্যোগে কালভার্ট নির্মাণের ব্যবস্থা করেন। পাশাপাশি ট্রাস্টের অর্থায়নে রাস্তার মাটি ভরাট করে চলাচল উপযোগী করে দেওয়া হয়।

বুধবার, ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কালভার্টটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব জুবের লস্কর, ট্রাস্টের এম্বাসেডর তোফায়েল আহমদ চৌধুরী, শুভাকাঙ্ক্ষী কামরুল হুদা চৌধুরী শামিম, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, এটিএম নাসির, তাহসিন আহমদ চৌধুরী, রায়হান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিনের দুর্ভোগ দূর হওয়ায় এলাকাবাসী চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট ও চেয়ারম্যান জুবের লস্করের প্রতি হৃদয়ভরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট বারহাল ইউনিয়নসহ জকিগঞ্জ উপজেলার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। দুর্যোগকালীন সহায়তা, মসজিদ ও মাদ্রাসায় অনুদান, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে নগদ সহায়তা, অসহায়দের ঘর নির্মাণ, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তাসহ নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়