নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাট উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) কানাইঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী হাসান শাকিল।
জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মেহদী হাসান শাকিল বলেন, ‘ভোটের রিকশা’ কার্যক্রম গণভোট ও ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরির একটি সময়োপযোগী উদ্যোগ। গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে এবং ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করবে।
তিনি আরও বলেন, ভোট হলো নাগরিকের সাংবিধানিক অধিকার ও গণতন্ত্রের মূল ভিত্তি। তাই কোনো প্রলোভন বা ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে সবাইকে সচেতনভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ‘ভোটের রিকশা’ কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে মানুষকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, কানাইঘাটের জনগণ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অবদান রাখবে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান বলেন, গণভোট ও ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মাঝে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘ভোটের রিকশা’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে ভোটের রিকশার মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার কার্যক্রম পরিচালিত হবে। এই প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোট প্রদানের নিয়ম, ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব সম্পর্কে অবহিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়