Thursday, January 22

কানাইঘাট মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন, লাখো মুসল্লির উপস্থিতি


কানাইঘাট নিউজ ডেস্ক ::

ন্তর্জাতিক মুফাসসিরে কুরআন ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী  বলেছেন, সত্যিকারের কোনো মুসলমান আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামকে মাসুম এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে মাগফুর এই আক্বিদা অন্তরে ধারণ না করে প্রকৃত মুসলিম দাবি করতে পারেন না। তিনি বলেন, পরকালীন শান্তি ও মুক্তির জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতি পূর্ণ আস্থা রেখে দ্বীন ও শরীয়তের সকল ফরজ যথাযথভাবে পালন করতে হবে।

বুধবার (২১ জানুয়ারি ) শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর পুণ্যস্মৃতিবিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস, কানাইঘাটে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ানকালে তিনি এসব কথা বলেন।

মাহফিলটি যৌথভাবে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস, আলিমকুল শিরোমণি, খলিফায়ে বায়মপুরী আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী  এবং জামিয়ার নাইবে মুহতামিম ও শায়খুল হাদীস, খলিফায়ে ফেদায়ে মিল্লাত আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী । সার্বিক সঞ্চালনায় ছিলেন জামিয়ার সহকারী শিক্ষক ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলী।

বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আরও বয়ান পেশ করেন শায়খুল হাদীস হযরত মাওলানা উবায়দুল্লাহ ফারুক ক্বাসিমি, মাওলানা আহমদ আলী শায়খে চিল্লা, মাওলানা শফিকুল হক শায়খে সুরইঘাটী, মাওলানা জয়নুল আবেদীন (ঢাকা), মাওলানা ফজলুর রহমান বানিয়াচঙ্গী, মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী, হাফিজ হারুনুর রশীদ উজানীপাড়ি, মুবাশ্বির আলী রামপ্রসাদী, মুশতাক আহমদ খান রস্তুমপুরী, হিলাল আহমদ শায়খে হরিপুরী, নজরুল ইসলাম তোয়াকুলী, মুফতি মাসউদ আহমদ শাহবাগ, মুখলিসুর রহমান রাজাগঞ্জী, ক্বারী তায়্যিবুর রহমান গোয়াইনঘাটীসহ দেশবরেণ্য আলেম-ওলামায়ে কেরাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি আবুল হাসান জকিগঞ্জী এবং কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি জনাব মামুনুর রশীদ।

মাহফিলে প্রায় দুই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সন্ধ্যায় জামিয়া থেকে উত্তীর্ণ দাওরায়ে হাদীস শরীফের ফাযিল ও হিফজ তাকমিল সম্পন্ন করা ৬২ জন শিক্ষার্থীকে দস্তারে ফজিলত প্রদান করা হয়। দস্তার প্রদান করেন জামিয়ার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী, নাইবে মুহতামিম আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী এবং জামিয়ার নাযিম মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়