Wednesday, June 19

বিশ্বকাপের মাঠে এক ফ্রেমে তিন সুন্দরী!

চলছে বিশ্বকাপ উন্মাদনা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুর্দান্ত জয়ের পরে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। আর বিশ্বকাপটাও বেশ রঙিন হয়ে উঠছে টাইগার সমর্থকদের জন্য।

এদিকে, মাঠে থেকে বিশ্বকাপ বেশ উপভোগ করছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুলও। তিনি বাংলাদেশ টেলিভিশন ও গাজী টিভির উপস্থাপিকা হিসেবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছেন।
সম্প্রতি তিনি ফ্রেমবন্দি হয়েছেন ভারত ও পাকিস্তান থেকে উপস্থাপনা করতে যাওয়া আরো দুই সুন্দরীর সঙ্গে। মঙ্গলবার (১৮ জুন) ছিলো বিশ্বকাপের ২৪তম ম্যাচ। সেখানে অংশ নিয়েছিলো ইংল্যান্ড ও আফগানিস্তান। সেই ম্যাচ শেষে পিয়ার সঙ্গে একই ফ্রেমে বন্দী হন ভারতের রিদিমা পাঠক ও পাকিস্তানের জয়নাব আব্বাস। আর এমন ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পিয়া নিজেই।
ছবির ক্যাপশনে তিনি লিখেন, তিন জাতির গর্বের প্রতিনিধিত্ব। বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তান।
প্রসঙ্গত, ২০০৭ সালের মিস বাংলাদেশ হয়ে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। আন্তর্জাতিকভাবে খ্যাত এই মডেল ক্রিকেট নিয়ে বেশ আগ্রহী। তাকে দেখা গেছে ক্রিকেট বিষয়ক নানা অনুষ্ঠান উপস্থাপনা করতে। বিপিএলের উপস্থাপিকা হয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়