Wednesday, June 19

সাকিবের ভয়ে আগারকে ডাকল অস্ট্রেলিয়া

চলছে ক্রিকেট বিশ্বকাপ। প্রতিটি দল লড়ছে একে অপরের বিপক্ষে। জয় পরাজয়ে পয়েন্ট টেবিলে উত্থান পতন হচ্ছে প্রতিনিয়ত।  প্রতিটি ম্যাচই এলহানে গুরুত্বপূর্ণ।  এমনই গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে নামছে অস্ট্রেলিয়া।  এ ম্যাচকে সামনে রেখে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে অ্যাস্টন আগারকে। 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে নেই আগার। তবুও কেন বাংলাদেশের বিপক্ষে খেলার আগে তড়িঘড়ি করে তাকে ডেকে আনা? 
কারণটা সাকিব আল হাসান! এই বাহাতি স্পিনারের চিন্তাতেই অস্ট্রেলিয়া দলে হঠাৎ ডাক আগারের। কারণ তিনিও বাহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার স্কোয়াডে বাহাতি স্পিনার না থাকায় মূলত তাকে নিয়ে আসা। এ থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে কতো চিন্তিত তারা।
সাকিবকে নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বসেরা এ স্পিনার এর আগে পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন সবার। এবারের বিশ্বকাপে যেনো আবির্ভূত হয়েছেন নতুন রূপে। ৪ ম্যাচের দুটোতেই সেঞ্চুরি করে এখনো পর্যন্ত আছেন রান সংগ্রাহকের তালিকায় সর্বোচ্চ স্থানে। বোলিং দিয়েও একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ। তাকে নিয়ে জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, 'বর্তমানে সেরা বা হাতি অফ স্পিনার সাকিব'।  
দলীয়ভাবেও বাংলাদেশ করে যাচ্ছে চমৎকার পারফরম্যান্স।  তাই বাংলাদেশ দলের কথা মাথায় রেখে বিশেষভাবে অনুশীলন করছে অস্ট্রেলিয়া। সাকিবের চিন্তায় আগারকে উড়িয়ে আনা তারই প্রমাণ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়