Sunday, May 26

কানাইঘাটে মহিষের গুতোয় আহত সেই জব্বার মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে ভারতীয় পাগলা মহিষের গুতোয় আহত সেই জব্বার মিয়া মারা গেছেন।
শনিবার(২৬ মে)  বিকাল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।
মহিষের গুতোয় গুরুত্বর অাহত হয়ে দীর্ঘ ১১ তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
আজ রবিবার উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে তার নিজ গ্রাম কান্দলা জামে মসজিদে নামাজে জানাযা শেষে মহল্লার কবস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৫ মে বুধবার সকালে লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্তবর্তী সোনারখেওড় গ্রাম হয়ে একটি ভারতীয় পাগলা মহিষ এলাকায় লোকজনকে তাড়া করে। এ সময় পাগলা মহিষের গুতোয় গুরুতর আহত হন, বাংলাটিলা গ্রামের বাবুল আহমদ (৪০), তার ভাতিজি তানহা (১১), ডাউকেরগুল গ্রামের নাজিম উদ্দিন (৪০), কান্দলা গ্রামের জব্বার মিয়া (৪০)।
এদের মধ্যে জব্বার মিয়া শনিবার মারা গেছেন।

কানাইঘাট নিউজ ডটকম/২৬মে ২০১৯ ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়