Sunday, May 26

এতিমদের নিয়ে সিলেট ট্যুরিস্ট ক্লাবের ইফতার


কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক খন্দকার সিপার আহমদ বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি সিলেট অঞ্চল বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ।
সিলেটের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। তিনি পর্যটন খাতের উন্নয়ন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান। তিনি সিলেট ট্যুরিস্ট ক্লাব’র পর্যটন নিয়ে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি এতিমদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী এই আয়োজন প্রশংসার করেন। সুবিধা বঞ্চিতদের জন্য ইফতারের এরকম আয়োজন করতে তিনি অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিও আহ্বান জানান।
খন্দকার সিপার আহমদ ২৫ মে শনিবার সিলেট ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে দক্ষিণ সুরমাস্থ জামেয়া কুরআনিয়া মাদ্রাসায় এতিমদের নিয়ে আয়োজিত রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাব সভাপতি সাংবাদিক মোঃ আবু হানিফার সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শাহ নজরুল ইসলাম, বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট জোন) এ.কে.এম মোশাররফ হোসেন, জামেয়া কুরআনিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোদাব্বির হোসেন, শিক্ষা সচিব মাওলানা আতাউর রহমান।
ক্লাবের সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন খানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম।
বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি আল-মামুন, সেক্রেটারী শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রূপন, আইটি সম্পাদক মোঃ এনামুল কবীর, ক্রীড়া সম্পাদক ফখরুল হাসান রাব্বী, ভ্রমণ বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম মিলন, নির্বাহী সদস্য ওলিউর রহমান মাসুম, সদস্য নুরুল ইসলাম মুন্না, আব্দুল মোমেন, শামসুল ইসলাম, আব্দুল আজিজ রুমন প্রমূখ।
কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/২৬মে ২০২৯ ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়