Wednesday, April 17

কানাইঘাটে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব নগর দিবসের তাৎপর্য তোলে ধরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লুসিকান্ত হাজংয়ের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান।

বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহিন রেজা ফরাজী, থানার সাব-ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর মাসুক আহমদ, তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজওয়ান এইচ মিনু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক মুজিব নগর দিবসের তাৎপর্য তোলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাতে পাকিস্তানী হানাদারবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে স্তব্ধ করে দেওয়ার জন্য নিরস্ত্র মানুষের উপর যখন গণহত্যায় মেতে উঠে ঠিক সেই মূর্হুতে বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুদ্ধকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বৈদ্যনাথতলার আম্রকাননে প্রথম বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ করা হয়েছিল। যা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক স্মরণীয় দিন ছিল।

নতুন প্রজন্মের সামনে মুজিব নগরের ঐতিহাসিক ঘটনা প্রবাহ তোলে ধরে দেশ কে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে বক্তারা সকলের প্রতি আহবান জানান।

কানাইঘাট নিউজ ডটকম/১৭  এপ্রিল ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়