Tuesday, April 23

অভিনয় ছেড়ে দিচ্ছেন আনুষ্কা শর্মা!

কানাইঘাট নিউজ ডেস্ক:

বলিউডে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে অভিনেত্রী আনুষ্কা শর্মাকে নিয়ে। নতুন গুঞ্জন হচ্ছে অভিনয়ই নাকি ছেড়ে দিচ্ছেন এই অভিনেত্রী। অভিনয় থেকে সরে দাঁড়ালেও নাকি নিজের মনোযোগী হতে চান নিজের প্রোডাকশন হাউজ নিয়ে। তবে এর পিছনে কি কারণ? বলিউডের অনেকের মতে 'জিরো' সুপারফ্লপ হওয়াতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা।

তবে আনুষ্কার টিম বলছে অন্য কথা। তাদের তরফ থেকে জানানো হয়েছে, গত বছর আনুষ্কা শর্মা লাগাতার অনেকগুলো প্রজেক্ট শেষ করেছেন। কাজের চাপে পরিবারকেও সেরকমভাবে সময় দিতে পারেননি। কাজেই, আপাতত কিছুদিন সিনেমার থেকে 'ব্রেক' নিতে চান নায়িকা। সময় দিতে চান স্বামী বিরাটকে। কারণ কিছুদিন পরেই বিশ্বকাপের জন্য ব্যস্ত হয়ে পড়বেন বিরাট।
পাশাপাশি, নিজের প্রোডাকশন হাউস 'ক্লিন স্লেট ফিল্মস' প্রযোজিত একটি ওয়েব সিরিজ নিয়েও ব্যস্ত রয়েছেন আনুষ্কা। মাত্র ২৫ বছর বয়সেই প্রযোজনা করেছেন এন এইচ ১০-এর মতো সিনেমা। কাজেই, চিন্তার  কোনো কারণ নেই আবারো পর্দায় ফিরবেন এই অভিনেত্রী।তবে কিছুটা বিরতীর পর। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়