Tuesday, April 23

শ্রীলংকা হামলায় জায়ানসহ নিহতের ঘটনায় জাপার শোক

কানাইঘাট নিউজ ডেস্ক:

শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ তিনশতাধিক নিহতের ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)।

মঙ্গলবার দুপুরে বনানীতে জাতীয় মটর শ্রমিক পার্টি আয়োজিত মে দিবসের প্রস্তুতি সভায় এ নিন্দা জানায় জাপা নেতারা। সভার শুরুতেই জায়ান চৌধুরীসহ নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পার্টির যুগ্ম-মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জাপার যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়সহ জাপার কেন্দ্রীয় নেতারা। 
সভায় হাসিবুল ইসলাম জয় বলেন, সারা পৃথিবী যখন যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, মানুষ যখন মঙ্গল জয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই সন্ত্রাসবাদ সারা পৃথিবীর জন্য হয়ে উঠেছে হুমকি স্বরূপ। কোনো ধর্মই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। সন্ত্রাসীরা কোনো ধর্মের হতে পারে না। এ সন্ত্রাসকে রাষ্ট্রীয়ভাবেই মোকাবিলা করতে হবে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়