কানাইঘাট নিউজ ডেস্ক:
নয় স্ত্রী ও ৪২ সন্তান রেখে মৃত্যুবরণ করলেন সংযুক্ত আরব আমিরাতের এক শেখ। তার নাম সালেম জুমা আল ঘাফেরি। তিনি সুস্বাদু কফি তৈরির জন্য দেশটিতে বেশ বিখ্যাত ছিলেন। সম্প্রতি ১০০ বছর বয়সে মারা যান তিনি।
আমিরাতের রাস আল খাইমাহ রাজ্যে প্রায় ৩০ বছর ধরে নিজের হাতে তৈরি কফি বিক্রি করতেন তিনি। কফির জাদুতে মন জয় করেছেন অসংখ্য মানুষের।
তার ১৬তম সন্তান আলি আল ঘাফেরি বলেন, বাবার মতো আররি কফি কেউ তৈরি করতে পারতেন না। কেউ কোনোদিন তা বানাতে ভাবতেও পারতেন না। এক হাতে অন্তত ১২ কাপ কফি ধরতে পারতেন তিনি।
তিনি আরো বলেন, আমিরাতের ঐতিহ্যবাহী খাবার গ্রহণ করতেন বাবা। সবচেয়ে বেশি ভালোবাসতেন খেজুর ও মধু। প্রতিদিনই হাঁটাহাঁটি করতেন, এমনকী সাঁতারও কাটতেন। তবে কখনোও তিনি ফাস্টফুড ধাঁচের খাবার খেতেন না।
সালেম জুমা আল ঘাফেরি ৯ বার বিয়ে করেন। সব মিলিয়ে তার ৪২ সন্তান রয়েছে। তার জন্ম দিব্বায়, তবে জীবনের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন রাস আল খাইমাহতে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়