Sunday, November 4

কানাইঘাটের বিশিষ্ট সমাজসেবী কামাল জমিদারের ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

কানাইঘাট নিউজ ডেস্ক: 
কানাইঘাটের  বিশিষ্ট সমাজসেবী সদর ইউনিয়নের বীরদল(খালোমুরা)গ্রামের  আহমদ কামাল জমিদার(৭৪) অার নেই। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার(৩)নভেম্বর দুপুর সাড়ে ১২টায় তিনি তার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ কন্যা স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ মাগরিব বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। 

জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

আহমদ কামাল জমিদার এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। 

তিনি মনসুরিয়া ফাজিল মাদ্রাসা, বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য ছিলেন। দীর্ঘদিন তিনি উজান বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটদেশ উচ্চ বিদ্যালয়, বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন ।

মরহুমের ছোট ভাই কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক লুকমান হোসেইন পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ভাইয়ের মাগফেরাতের জন্য।

এদিকে আহমদ কামাল জমিদারের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন  জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ,সিলেট-৫ (কানাইঘাটজকিগঞ্জ-) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী ,কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুতফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক রফিক আহমদ,  মাসুদ আহমদ, ফখর উদ্দিন চৌধূরী শামীম,ফারুক চৌধুরী, এডভোকেট মামুন রশীদ, এডভোকেট আব্দুস সাত্তার,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডভোকোট আব্দুল খালিক,সিলেট জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, যুক্তরাজ্যস্থ কানাইঘাট ওয়লেফেয়ার এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দীন আহমদ চৌধূরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, কানাইঘাট প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উদ্দিন, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর ছাত্রলীগের সহ সভাপতি এম আফতাব উদ্দীন, মনির হোসাইন প্রমূখ।


কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/০৪ নভেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক