Saturday, July 22

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়। শনিবার সকাল ১০টায় সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ইনডোর আউটডোর, জরুরী বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড সহ সকল বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, কর্মকর্তাদের সাথে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন এবং হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন। হাসপাতাল পরিদর্শন শেষে সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিরাজমান সমস্যা নিরসন এবং হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম এগিয়ে নিতে কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন ও কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় কালে ডাঃ হিমাংশু লাল রায় বলেন, সিলেটের ১৩টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট দূরীকরন সহ হাসপাতালে এসে যাতে করে সবাই সঠিক চিকিৎসা সেবা পান এজন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ফার্মাসিষ্ট ও টেকনোলজির অধিকাংশ পদ শূন্য রয়েছে। যার কারনে চিকিৎসা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে। কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ডিজিটাল এক্স-রে প্রদান, হাসপাতালে এমবিএস ডাক্তার ও অন্যান্য শূন্য পদ পূরন সহ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন তিনি। সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জলাবদ্ধতা দূরীকরনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র নিজাম উদ্দিনের সহযোগিতা কামনা করেন। অধিকাংশ সময় স্বাস্থ্য কর্মকর্তা টিএইচও ডাঃ সাঈদ এনাম কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি তিনি দেখবেন এবং সম্প্রতি হাসপাতাল থেকে ঔষধ চুরির ঘটনাটি তদন্ত কমিটি কর্তৃক যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম এগিয়ে নিতে জনপ্রতিনিধি ও সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম,এ হান্নান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক শাহীন আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়