Friday, July 21

গ্রিক দ্বীপে ভূমিকম্পে নিহত ২

গ্রিক দ্বীপে ভূমিকম্পে নিহত ২

কানাইঘাট নিউজ ডেস্ক: গ্রিসের এজিয়ান সাগরে কোস দ্বীপে ৬.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত দু'জন নিহত হয়েছে। এখান থেকে ১০ কিলোমিটার দূরের তুরস্কের বোদরুম উপদ্বীপের পর্যটন শহর বোদরুম ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

কোস দ্বীপের হাসপাতাল সূত্র জানায়, একটি ভবনের ছাদ ধসে দু'জনের মৃত্যু হয়। নিহত দুজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ অঞ্চলটি পর্যটনের জন্য বিখ্যাত।

বোদরুমের মেয়র মেহমুত কোতাদন বলেন, 'এ মুহূর্তে শহরের বড় সমস্যা হলো, এখানে বেশ কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। মৃত্যুর ঘটনাও ঘটেনি।'

বেশ কয়েকজনের আহত হওয়ার খবর দিয়েছেন কসের মেয়র জর্জ কিরিতসিস। ভূমিকম্পের পর তুর্কি উপকূলে ছোট সুনামিও আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, কসের উত্তর-পূর্বে তুর্কি উপকূলের কাছে ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়