Wednesday, June 14

সিম বিক্রি বিঘ্নিত হতে পারে ১৮ ঘণ্টা

সিম বিক্রি বিঘ্নিত হতে পারে ১৮ ঘণ্টা

কানাইঘাট নিউজ ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার রাত আটটা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম বিক্রি বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মুঠোফোন সিমের কেন্দ্রীয় তথ্যভান্ডার চালুর কারণেই এ সমস্যা হতে পারে বলে জানানো হয়েছে।

সচিবালয়ে আজ বুধবার ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তারানা হালিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সব মুঠোফোন অপারেটরের বায়োমেট্রিক সিম নিবন্ধনের তথ্য এই তথ্যভান্ডারে সংরক্ষিত থাকবে। এটি পরিচালনা করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ব্যবস্থাটি চালু করতে বৃহস্পতিবার থেকে সিম বিক্রিতে কিছুটা সমস্যা হতে পারে।

এসময় জানানো হয়, একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সর্বোচ্চ ২০টি সিম নিবন্ধন করা যাবে। ২০টির বেশি সিম থাকলে বিটিআরসি সেসব সিম বন্ধ করে দেবে।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়