Wednesday, June 14

উড়তে থাকা বেয়ারস্ট্রোকে ফেরালেন হাসান আলী

উড়তে থাকা বেয়ারস্ট্রোকে ফেরালেন হাসান আলী

কানাইঘাট নিউজ ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান-ইংল্যান্ড। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ইংলিশদের শুরুটা হয়েছে দারুণ। তবে এরই মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকেও হারিয়েছে স্বাগতিকরা।

এদিন জেসন রয়ের পরিবর্তে ওপেন করতে নামা জনি বেয়ারস্ট্রো ছিলেন দুর্দান্ত। হেলসকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতেই ৩৪ রান তুলে ফেলে ইংলিশরা। তবে সেই জুটিকে পাখা মেলতে দেননি আমিরের পরিবর্তে খেলতে নামা রুম্মান রইস। বাবর আজমকে ক্যাচ দিয়ে ফেরার আগে ২ চারে ১৩ বলে ১৩ রান করেন হেলস। এদিকে হেলসকে হারিয়ে রুটের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন বেয়ারস্ট্রো। এই জুটি গড়ার পথে দুইবার জীবন পেলেও নিজের ইনিংস বড় করতে পারেননি এই উদ্বোধনী ব্যাটসম্যান। ১৬.৩ ওভারের সময় হাসান আলীর বলে হাফিজকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে চারটি চারে ৫৭ বলে ৪৩ রান করেন বেয়ারস্ট্রো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯২ রান। ব্যাট করছে ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর জুটি রুট ও মরগ্যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়