Friday, August 21

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কানাইঘাটে প্রজন্মলীগের আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোট সরকারের আমলে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা ও আ’লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্নের দাবীতে কানাইঘাট পৌর আওয়ামী প্রজন্মলীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর সংগঠনের কানাইঘাট বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর প্রজন্মলীগের সিনিয়র সহ সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, সিনিয়র সদস্য নজরুল ইসলাম, প্রজন্মলীগ নেতা মাহবুব, মোহাম্মদ, রুবেল, শাহেদ, সমছু, ছাত্রলীগ নেতা রেহান উদ্দিন, শাহীন, আব্দুর রহমান, আলমগীর, যুবলীগ নেতা ইয়াহিয়া, হারিছ আহমদ প্রমুখ। সভা শেষে ২১ আগস্টের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়