Friday, August 21

কানাইঘাটে শিক্ষা উপকরণ ক্রয়ে অনিয়মের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: সরকারীভাবে ২০১৪-১৫ অর্থ বছরের জন্য বরাদ্ধকৃত কানাইঘাট উপজেলার ১২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ক্রয়ে ব্যাপক দুর্নীতির আশ্রয় নেওয়ায় অভিযোগ উঠেছে। কিছু শিক্ষকনেতা সিন্ডিকেটের মাধ্যমে নামমাত্র প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ক্রয় করার জন্য পায়তারায় লিপ্ত রয়েছেন বলে জানা গেছে। সরকারীভাবে প্রতিটি স্কুলের জন্য গত জুলাই মাসে ৫হাজার টাকা করে অর্থ বরাদ্ধ দেওয়া হয়। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের ব্যাংক একাউন্টে টাকা জমা হওয়ার পরও অদ্যবধি পর্যন্ত শিক্ষা উপকরণ ক্রয় করেননি স্কুলের শিক্ষকরা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। স্কুলের প্রধান শিক্ষকগণ টাকা উত্তোলন করে কিছু শিক্ষক নেতাদের নিয়ে গড়া সিন্ডিকেট চক্রকে ২হাজার ৯শত টাকা শিক্ষা উপকরণ ক্রয় করার জন্য দিয়েছেন অধিকাংশ স্কুলের প্রধান শিক্ষকগণ। বাকি টাকা স্কুলের প্রধান শিক্ষকের কাছে রক্ষিত রয়েছে। সিন্ডিকেট চক্র প্রতিটি স্কুলে নামমাত্র ১হাজার/১৫শত টাকা শিক্ষা উপকরণ কিনার পায়তারায় লিপ্ত রয়েছেন। সরকারী বিধি মোতাবেক ভাবে প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে নিয়ে ক্রয় কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা উপকরন কিনার কথা থাকলেও এক্ষেত্রেও জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হচ্ছে। গত ১২ ও ১৩ অর্থ বছরে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বরাদ্ধকৃত উপকরণ ক্রয়ে ব্যাপক দুর্নীতি করা হয়। এছাড়া ২০১৪-১৫ অর্থ বছরে উপজেলা বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আনুসাঙ্গিক উন্নয়নের জন্য বরাদ্ধকৃত কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহার সাথে কথা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য উপজেলার ১২০টি স্কুলে ৫হাজার টাকা করে বরাদ্ধ দেওয়া হয়েছে। সিন্ডিকেট চক্রের মাধ্যমে শিক্ষা উপকরণ কেনা হচ্ছে এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। আগামী এক সপ্তাহের মধ্যে সরকারী নিয়ম অনুযায়ী শিক্ষা উপকরণ ক্রয় করা না হলে তদন্ত পূর্বক শিক্ষকদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়