নিজস্ব প্রতিবেদক :
ওপারে তার লাশ, আর এপারে চলছে হাহাকার, আহাজারি। কবে এর অবসান জানেনা শোকাহত এলাকাবাসী।
সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আব্দুর রহমানের লাশ চারদিন পার হলেও ফেরত দেওয়া হয়নি। গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং থানার ভেতরে তিনি বিএসএফের গুলিতে নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন জুমার নামাজ শেষে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বড়চাতল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান (৩৫)সহ কয়েকজন যুবক অবৈধভাবে ভারতের মেঘালয়ের প্রবেশ করেন। সেখান থেকে কয়েকটি মহিষ নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় অন্যরা আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসলেও আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়ে ভারতের ভেতরে পড়ে থাকেন।
লাশ উদ্ধারের পর ভারতীয় পুলিশ তা নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্ত করে। এরপর থেকে একাধিকবার পতাকা বৈঠক হলেও লাশ ফেরত দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার জানান, যেহেতু নিহতের দেহ ভারতের ভেতরে ছিল, তাই ভারতীয় পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্ত করে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ভারতীয় পুলিশ বিজিবিকে জানাবে। পরে দু’দেশের বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর হবে। এর আগে লাশ ফেরত পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, আজ সোমবার লাশ হস্তান্তরের কথা রয়েছে। এ লক্ষ্যে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ফেরত দেওয়া হয়নি।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়