Monday, September 15

জকিগঞ্জে ৩১ দফা নিয়ে ভিপি মাহবুবের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জকিগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি সন্ধ্যায় বারহাল ইউনিয়নের পরচক গ্রামে যুবদল নেতা রেদওয়ান আহমদের বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি ৩১ দফার মূল বিষয়গুলো তুলে ধরেন এবং উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শিহাব উদ্দিন, বিএনপি নেতা নাজিম উদ্দীন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ খান, যুবদল নেতা জুনেদ আহমদ খান, রুমান আহমদ, মুজম্মিল আহমদ, ওয়াড যুবদল সভাপতি মস্তাক আহমদ চৌধুরী, এমদাদ হুসেন, সুজন আহমদ, হানিছ আহমদ, মাহি আহমদ, কুদ্দুস আহমদ, সিরাজ উদ্দীন, রুপা মিয়া, রিফাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে যুবদল নেতা রেদওয়ান আহমদ ভিপি মাহবুবকে ক্রেস্ট প্রদান করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়